ঢাকা: রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্টোলপাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
রোববার (১৭ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহজাহান শিকদার।
এর আগে রাত ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। পরে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনো জ্বলছে।
ওই সময় ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, ‘রাওয়া ক্লাবের উল্টো পাশে আরজতপাড়ায় ইউরেকা পেট্টোল পাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট।’