Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় গ্রেফতার মাইটিভির চেয়ারম্যান সাথী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ২০:৩৯ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ২৩:৪৩

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের ২১ নম্বর সড়কের ৩১ নম্বর বাসা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। এদিন রাত সোয়া ৮টার দিকে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার (ডিসি মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে মাইটিভির চেয়ারম্যানকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতার নাসিরের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রয়েছে। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর