Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-মেয়েসহ সাবেক হুইপ স্বপনের ৬২ কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ২২:২৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ০৯:২৫

ঢাকা: দুর্নীতি অভিযোগে স্ত্রী মেহবুবা আলম ও মেয়ে নুযায়মা মাহমুদসহ সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নামে থাকা ৬২ কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আল আমিন।

দুদক জানায়, স্বপনের ২৮টি ব্যাংক হিসাব ও ৩২টি কোম্পানির দুই লাখ ২১ হাজার ৫৬৪টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তার দুই কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট ও একটি প্লট জব্দ করা হয়েছে।

এছাড়া তার স্ত্রী মেহেরা মাহাবুবের দুই কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে জয়পুরহাটে দোতলা বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট ও ২৪৪ শতাংশ জমি রয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে ২৩টি কোম্পানিতে বিনিয়োগ করা ৭৭ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এছাড়া তাদের মেয়ে নুযায়মা মাহমুদের সাতটি কোম্পানির ১৪ হাজার ৯৭২টি শেয়ার অবরুদ্ধ করা হয়।

সারাবাংলা/আরএম/এসআর

অবরুদ্ধ সাবেক হুইপ