Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ানস মিট-এ বাংলাদেশের প্রতিনিধিদল

স্টাফ করেসপন্ডেন্ট 
১৮ আগস্ট ২০২৫ ০০:৪৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ০০:৫৩

হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) পার্লামেন্টারিয়ানস মিট এ নেপালে বাংলাদেশি প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) পার্লামেন্টারিয়ানস মিট ২০২৫-এ যোগ দিতে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল রোববার বিকেলে পৌঁছেছে।

বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দলের অন্য সদস্যরা হলেন-বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ন্যাশনাল সিটিজেন পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক।

সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে উদ্বোধনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। বিশেষ অতিথি থাকবেন নেপালের স্পিকার দেবরাজ ঘিমিরে। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী, অরণ্য ও পরিবেশ মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

হিন্দুকুশ হিমালয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশসহ নেপাল, ভারত, চীন, ভুটান, মিয়ানমার ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি এবং নীতিনির্ধারকরা অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর