চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সড়কে কাভার্ডভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারানো পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (১৮ আগস্ট) ভোরে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেইটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত পাঁচজন হলেন- আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলে যাওয়া নগরীর আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ সারাবাংলাকে জানান, ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটের দিকে যাচ্ছিল। এর সামনে চালকসহ তিনজন এবং পেছনে সাতজন ছিলেন। ভোরে পৌনে ৫টার দিকে নগরীর সিটি গেইট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে নিয়ন্ত্রণ হারানো পিকআপ ভ্যানটি ধাক্কা দেয়।
এতে পাঁচজন নিহত ও চারজন গুরুতর আহত হন। এরমধ্যে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।