Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জ থেকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৫:০০

গ্রেফতার হওয়া ৫ আসামি।

ঢাকা: অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ।

গ্রেফতাররা হলেন- মো. সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০), মো. রায়হান (৪০), মেহেদী হাসান ইউসুফ (৩৮), মো. আবুল হাসেম (৬৪), জুয়েল মিয়া (৩২)। এ সময় তাদের থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক বলেন, গতকাল রোববার (১৭ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলাম ওরফে স্বপনকে (৩০) আটক করে। স্বপনের দেওয়া তথ্যমতে তার বাসায় খাটের নিচ থেকে ১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরবর্তীতে আসামির দেওয়া আরও তথ্যমতে তার সহযোগী মো. রায়হান (৪০) ও মেহেদী হাসান ইউসুফকে (৩৮) ঢাকার সাভার থানাধীন ভাকুর্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে মো. আবুল হাসেম (৬৪) ও মো. জুয়েল মিয়াকে (৩২) রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরস্পর যোগসাজসে ও অসৎ উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করতেন। গ্রেফতার আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এনজে

গ্রেফতার বিদেশি পিস্তল র‌্যাব-২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর