Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ৩ কার্যদিবস পুঁজিবাজারে সূচক ও লেনদেন বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৮ আগস্ট ২০২৫ ১৭:১২ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৮:২৮

ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: টানা তিন কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

জানা গেছে, আগের দিনের ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২০ পয়েন্টে। যা রোববার ৫১ পয়েন্ট ও তারও আগে বৃহস্পতিবার ৩৬ পয়েন্ট বেড়েছিল। তবে এর আগের ৭ কার্যদিবসের টানা পতনে ২২২ পয়েন্ট কমেছিল।

সোমবার ডিএসইতে ৯৭৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮০১ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭৪ কোটি ১৫ লাখ টাকার বা ২২ শতাংশ।

ডিএসইতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪২টি বা ৬০ দশমিক ৫০ শতাংশের। আর দর কমেছে ৯৪টি বা ২৩ দশমিক ৫০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪টি বা ১৬ শতাংশের।

বিজ্ঞাপন

অপর দিকে সিএসইতে সোমবার ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৮টির, কমেছে ৫৪টির এবং পরিবর্তন হয়নি ২৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৫৯ পয়েন্টে।

রোববার সিএসইতে ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/এইচআই

ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর