Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র সংসদ নির্বাচন দাবি
বেরোবিতে অনশনরত আরও ৩ শিক্ষার্থী অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৮:১৫ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৯:৫২

বেরোবিতে অনশতরত শিক্ষার্থীরা।

রংপুর: ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আমরণ অনশন টানা দ্বিতীয় দিনের মতো এখনো চলমান। এ ঘটনায় নতুন করে আরও তিন জন অসুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৫ জন শিক্ষার্থী অসুস্থ হলো। এদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সরেজমিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের উত্তর ফটকের সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী অনশন করছেন।

জানা যায়, সমাজবিজ্ঞান বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী জয় আহমেদ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের মাহিদ হোসেন গত রাতেই অসুস্থ হয়ে পড়েন; পরবর্তীতে তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নতুন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ রুম্মানুল ইসলাম রাজ, গণিত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী নয়ন মিয়া অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তারা স্যালাইন সঞ্চালন করে অনশন চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় মিটিং করে পরিস্থিতি সামালের চেষ্টা করলেও রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন এমনটায় ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের ধারা সংযুক্ত না থাকায় নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। আইন সংশোধন হলে চলতি বছরের নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সম্ভব।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত। আইন সংশোধন করতে গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয়, যা সময়সাপেক্ষ। কিন্তু এটা যাতে ধীরগতিতে না হয়, আমি ইউজিসির সঙ্গে কথা বলেছি। ইউজিসি থেকে আমাকে নিশ্চিত করেছেন, নভেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সারাবাংলা/এইচআই

অনশন ছাত্র সংসদ বেরোবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর