Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৯:৫০

নীলফামারী: নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে ডোমার পৌরসভার দত্ত সুইটস ও ডোমার হাইওয়ে রেলগেইট সংলগ্ন গ্র্যান্ড থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের অভিযোগে দত্ত সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ফ্রিজে বাসি খাবার রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে গ্র্যান্ড থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে দত্ত সুইট এ অভিযান চালাই। এখানে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়াও আমরা প্রতিষ্ঠানটিতে বেশ কিছু অসংগতি পাই। যেহেতু তারা ভুল স্বীকার করেছেন, তাই সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে। একইভাবে থ্রি স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেও ফ্রিজে বাসি খাবার রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদেরকেও সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের ভুল করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শামসুল আলম, নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শিহাব উদ্দীন, কৃষি বিপণন অধিদপ্তরের উপজেলা ম্যানেজার এটিএম এরশাদ আলম, স্যানিটারি ইন্সপেক্টর মো. আল আমিন এবং ডোমার থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

খাবার জরিমানা প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর