Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে সেনাবাহিনীর হাতে ভুয়া পুলিশ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ২০:৫৫ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২২:০৫

ভুয়া পুলিশ তুষার শেখ। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করা অবস্থায় তুষার শেখ (২৫) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনি ব্যবস্থার জন্য কালুখালী থানায় হস্তান্তর করা হয়।

আটক আসামি তুষার কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া বিহাড়িয়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, পুলিশের পোশাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তুষারকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে। পরে সে কালুখালী সেনাক্যাম্পে আশ্রয় নিলে সেনারা তাকে আটক করে থানায় সোপর্দ করে।

বিজ্ঞাপন

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান জানান, ‘সেনাবাহিনী ভুয়া পুলিশকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর