Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, পুরুষাঙ্গ কর্তন

লোকাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ০০:১৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ০০:৩৪

বেনাপোল: যশোরের শার্শা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী মুবায়দুল রহমান (৩৫)। তবে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ওই গৃহবধূ আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। ঘটনার পর থেকে পলাতক থাকার পর রোববার (১৭ আগস্ট) ভোর রাতে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আটক মুবায়দুল উপজেলার পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, ‘মুবায়দুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় গত ৯ আগস্ট ভোর রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে গিয়ে ঘরের চালে ঢিল মারে। শব্দে ঘুম ভেঙে বাইরে আসার পর তাকে ওৎ পেতে থাকা আসামি জাপটে ধরে। মুখ চেপে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে গৃহবধূ ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন।’

বিজ্ঞাপন

তার চিৎকারে স্বামী, সন্তান ও প্রতিবেশীরা এগিয়ে এলে মুবায়দুল পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/এসএস

কর্তন গৃহবধূ চেষ্টা ধর্ষণ পুরুষাঙ্গ