ইউক্রেন ইস্যুতে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউজে স্থানীয় সময় দুপুর একটা (বাংলাদেশ সময় রাত ১১টার দিকে) এই বৈঠকটি শুরু হয়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি চলছিল।
বৈঠকের আগে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হচ্ছে।
তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি হলে সেটা কার্যকর করার বিষয়টি নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে জেলেনস্কি মন্তব্য করেছেন, কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের সমর্থন আছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে এই আলোচনায় অংশ নিতে ইউরোপীয় নেতারাও ওয়াশিংটনে এসেছেন। ইতালি, জার্মানি, ফ্রান্স ও ফিনল্যান্ড. ইইউ ও নেটোর শীর্ষ নেতাদেরও ওয়াশিংটনের আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে। তাদের অংশগ্রহণকে ইউক্রেনের পক্ষে জোরালো সমর্থন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে যখন এই আলোচনা চলছে, তখন মস্কো এক ঘোষণায় বলেছে, শান্তির অংশ হিসেবে ইউক্রেনে নেটোর কোনো উপস্থিতি তারা মানবে না। তথ্য সূত্র : বিবিসি।