Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি: এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১১:০২ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ১২:২৯

মাহিন সরকার।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, সদ্য বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নমিনেশন নেওয়ার আগে দলের অনুমতি নেননি।

সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় বলা হয়, ডাকসু নির্বাচনে অংশ নিতে গেলে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু মাহিন সরকার সেই অনুমতি না নিয়েই নমিনেশন গ্রহণ করেছেন, যা দলীয় শৃঙ্খলার গুরুতর ব্যত্যয় হিসেবে গণ্য হয়েছে।

এর আগে, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

দলের বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এনসিপি জানায়, সংগঠনের স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

বড় সু-খবর পেলেন রিশাদ
২২ অক্টোবর ২০২৫ ২১:৪৪

আরো

সম্পর্কিত খবর