Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতিরোধ পর্ষদ’ নামে ইমি-মেঘমল্লারদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাবি করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৪:৩৫ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ১৭:০১

ঢাকা: পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন শেখ তাসনিম আফরোজ ইমি এবং মেঘমল্লার বসু। বাম সংগঠন সমর্থিত এই প্যানেলে নারী আদিবাসী এবং দৃষ্টিজয়ী শিক্ষার্থীও স্থান পেয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল প্যানেল ঘোষণা করেন।

জুবেল নিজে এই পর্ষদ থেকে সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন।

এ ছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হক নির্বাচন করবেন।

বিজ্ঞাপন

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নুজিয়া হাসিন রাশা, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে আকাশ আলী, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা, পরিবহন সম্পাদক পদে নিনাদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে নাইম উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ফারিয়া মতিন, ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুম, সনাজসেবা সম্পাদক পদে আবু মুজাহিদ আকাশ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে শেখ তাসনুভা সৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ফাতিহা ইশরাক, গবেষণা ও প্রকাশনা আলমগীর হোসেন।

এ ছাড়া সদস্য পদে মো. তফসিরুল্লাহ, রাজেকুজ্জামান জুয়েল, ওয়াকাী রহমান সৌরভ, মোহাম্মদ মোস্তাকিম, মিশকাতুল মাশিয়াত, আতিকা আনজুম অর্থী, পৃথিং মারমা, ইসরাত জাহান ইমু, আনিয়া ফাহমিন, রাহনুমা আহমেদ নিরেট, সাজিদ উল ইসলাম এবং হেমা চাকমা।

বিজ্ঞাপন

আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ
২২ জানুয়ারি ২০২৬ ২০:২৩

৮ ইউএনও’র বদলি আদেশ বাতিল
২২ জানুয়ারি ২০২৬ ২০:০৫

আরো

সম্পর্কিত খবর