Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৫:৪৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ১৭:৫২

হাসানুল বান্না।

ঢাকা: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর হাসানুল বান্না।

মঙ্গলবার (১৯ আগস্ট) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে চিফ প্রসিকিউটর বরাবর অব্যাহতির আবেদন করেছেন প্রসিকিউটর হাসানুল বান্না। তার আবেদনটি মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিবারজনিত রোগে আক্রান্ত।

তামিম আরও বলেন, প্রসিকিউটর হিসেবে নিয়োগের পর মাত্র কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর