রংপুর: ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন আইন’ যাচাই ও চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে গঠিত কমিটির প্রথম বৈঠক বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯-এর ৩৮ ও ৩৯ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক খসড়া কেন্দ্রীয় ছাত্র সংসদ’র গঠনতন্ত্রটি মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদন নেওয়ার নিমিত্তে খসড়া সংবিধিটি পরীক্ষা ও চুড়ান্তকরণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত কমিটির ১ম সভা আগামী ২১ আগস্ট বিকাল সাড়ে ৩টায় কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।”
বৈঠকে উপস্থিত থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইকরামুল হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান সহযোগী অধ্যাপক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, কমিশনের লিগ্যাল শাখার উপ সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) নূরনাহার বেগম শিউলী, সিনিয়র সহকারী সচিব (লিগ্যাল ও সিনিয়র সহকারী জজ) শেখ আনিসুজ্জামান।
উল্লেখ্য, ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন চলছে। এই অনশন থেকে এখন পর্যন্ত মোট সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। এদের মধ্যে চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।