পটুয়াখালী: বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
জেলে আলামিন জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে প্রতিদিনের মতো সাগরে জাল ফেললে টান দেয়ার সময় তিনি বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। কিছুক্ষণ পর জাল টেনে তুললে ধরা পড়ে ২৪ কেজির কোরাল।
পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মৎস্য বাজারের গাজী ফিসে আনা হয়। সেখানে মৎস্য ব্যবসায়ী মো. বশির গাজী মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় কিনে নেন।
বশির গাজী জানান, তিনি মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনেছেন এবং ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় কেজি প্রতি প্রায় ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট একই জেলে আলামিন কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকায় ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরেন, যা একই বাজারে ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল।