পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের প্রত্যন্ত চতরা বিলে সন্ত্রাসী ময়েজ বাহিনীর আস্তানায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন—পাবনা সদর থানার নিয়ামতপুর গ্রামের মোস্তফার ছেলে মনির হোসেন (৪০) ও খোদাইপুর গ্রামের দিরাজের ছেলে রেজাউল করিম (৪২)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল্লাহ জানান, ‘ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে আস্তানা হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। অভিযানে একটি রিভলবার, তিনটি গুলিসহ ওয়ানশুটারগান তৈরির ব্যাট, ব্যারেল, ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, ওয়েলডিং মেশিন, লোহার পাত ও গানপাউডারের মতো বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।’
তিনি জানান, ‘অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটক দুজনকে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। এর সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’