বরিশাল: বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের অন্যতম নেতা মো. সুহান (২৩) গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে কোতোয়ালি মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর আন্দোলনকারীরা থানার প্রধান গেট আটকে দিলে ভেতরে-বাইরে অনেকে আটকা পড়েন।
আন্দোলনকারীদের অভিযোগ, দুপুরে নগর ভবনের সামনে থেকে পুলিশ সুহানকে আটক করে। এ সময় নারী আন্দোলনকারীদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। পরে আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দীন রনি পুলিশের কাছে কারণ জানতে চাইলে সুস্পষ্ট উত্তর না পেয়ে সন্ধ্যার পর তারা থানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
সর্বশেষ রাত ৮টা পর্যন্ত থানার ভেতরে মহিউদ্দীন রনিসহ আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। বাইরে অপেক্ষা করছিলেন আরও অনেক ছাত্র-জনতা। তবে সাংবাদিকদের থানার সামনে প্রবেশে বাধা দেয় পুলিশ।