Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের নেতা গ্রেফতার, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ০০:০৬

বরিশাল: বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের অন্যতম নেতা মো. সুহান (২৩) গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে কোতোয়ালি মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর আন্দোলনকারীরা থানার প্রধান গেট আটকে দিলে ভেতরে-বাইরে অনেকে আটকা পড়েন।

আন্দোলনকারীদের অভিযোগ, দুপুরে নগর ভবনের সামনে থেকে পুলিশ সুহানকে আটক করে। এ সময় নারী আন্দোলনকারীদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। পরে আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দীন রনি পুলিশের কাছে কারণ জানতে চাইলে সুস্পষ্ট উত্তর না পেয়ে সন্ধ্যার পর তারা থানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

বিজ্ঞাপন

সর্বশেষ রাত ৮টা পর্যন্ত থানার ভেতরে মহিউদ্দীন রনিসহ আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। বাইরে অপেক্ষা করছিলেন আরও অনেক ছাত্র-জনতা। তবে সাংবাদিকদের থানার সামনে প্রবেশে বাধা দেয় পুলিশ।

‎কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সুহান ফেসবুকে হাতে দাসহ ছবি পোস্ট করেছেন। এ জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।
‎বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনায় সুহান জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
‎এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বেলা তিনটায় তারা কর্মস্থলে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি মো. নাজমুল হুদা। পাশাপাশি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও আগামীকাল বুধবার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন।

সারাবাংলা/এসএস

অবস্থান আন্দোলন কর্মসূচি গ্রেফতার নেতা প্রতিবাদ সংস্কার স্বাস্থ্যখাত