Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
এমবাপের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৫ ০৮:৩১ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১২:০৪

মৌসুমের প্রথম গোল পেলেন এমবাপে

গত মৌসুমে বার্সেলোনার সঙ্গে কিছুতেই পেরে উঠতে পারেননি তারা। লা লিগায় এবারও শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে কষ্টার্জিত এক জয় পেয়েছে রিয়াল। কিলিয়ান এমবাপের পেনাল্টি থেকে পাওয়া গোলে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে জয় দিয়েই মৌসুম শুরু করেছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম ভাগে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। রিয়ালের আক্রমণভাগকে দারুণভাবেই আটকে দিয়েছে সফরকারী দলের ডিফেন্ডাররা। প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্যভাবেই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙ্গেন এমবাপে। বক্সের ভেতর তাকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। ৫১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে।

বিজ্ঞাপন

ম্যাচের বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। সমতা ফেরাতে পারেনি ওসাসুনাও।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সা।

সারাবাংলা/এফএম

কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর