Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান থেকে ফেরত পাঠানো আফগানদের বাস দুর্ঘটনায় নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৫ ০৮:২৯ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১০:৪১

ছবি: সংগৃহীত

ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে ১৭ শিশুসহ অন্তত ৭১ জন নিহত হয়েছেন। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২০ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় সরকারি মুখপাত্র আহমদুল্লাহ মুততাকি ও পুলিশ জানায়, ইরান থেকে ফেরত পাঠানো আফগান শরণার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটিতে আগুন ধরে যায়।

মঙ্গলবার (১৯ আগস্ট) পুলিশ জানায়, অতিরিক্ত গতির কারণে এবং চালকের অবহেলায় এ দুর্ঘটনা ঘটে। ফেরত আসা যাত্রীরা ইরান সীমান্তবর্তী ইসলাম কালা থেকে রাজধানী কাবুলের দিকে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

হেরাত প্রদেশের কর্মকর্তারা জানান, ট্রাকের দুই যাত্রী ও মোটরসাইকেলের দুই আরোহীও নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদও নিশ্চিত করেন, নিহতরা ইরান থেকে ফেরত পাঠানো আফগান নাগরিক।

এর আগে, গত ডিসেম্বরে মধ্য আফগানিস্তানের একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হন।

নিরাপত্তার অজুহাতে প্রায় প্রতিদিনই অসংখ্য আফগানিকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ইরান। ২০২১ সালে তালেবান বাহিনী কাবুলের ক্ষমতা দখল করলে এসব আফগানিরা তেহরানে আশ্রয় নেয়।

সারাবাংলা/ইআ

আফগানিস্তান বাস দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর