Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষসেরা হয়ে ইতিহাস গড়লেন সালাহ

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৫ ১১:০৬

রেকর্ড তৃতীয়বারের মতো বর্ষসেরা হলেন সালাহ

প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঁচিয়ে তুলেছিলেন দুইবার। এবার তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। আর এতেই গড়লেন নতুন ইতিহাস। প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড তৃতীয়বারের মতো এই খেতাব জিতলেন সালাহ।

২০১৮ ও ২০২২ সালে পিএফএর বর্ষসেরা হয়েছিলেন সালাহ। গত মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সালাহর হাতে আবার উঠল এই খেতাব।

বর্ষসেরা হওয়ার দৌড়ে সালাহ পেছনে ফেলেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, কোল পালমার, ব্রুনো ফার্নান্দেজ, ডেক্লান রাইস ও আলেকজান্ডার ইসাককে।

গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন সালাহ, করেছেন ২৯ গোল। বর্ষসেরা হয়ে উচ্ছ্বসিত সালাহ, ‘আমি যখন নিজেকে দেখি, মিশর থেকে উঠে এসে ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলছি। আজ ইতিহাসও গড়লাম। এটা আমাকে গর্বিত করে।’

বিজ্ঞাপন

এর আগে মাত্র ৭ জন ফুটবলার দুইবার করে পিএফএর বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন। থিয়েরি অরি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কেভিন ডি ব্রুইনা, অ্যালান শিয়ারার, মার্ক হিউজদের ছাড়িয়ে সবার উপরে উঠে গেলেন সালাহ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর