Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিমার্জিত নতুন ছকে তারল্য বিবরণী পাঠানোর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৫:১০ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১৫:৫৩

ঢাকা: ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিমার্জিত নতুন ছকে মাসিক তারল্য বিবরণী পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাশে ব্যাংক।

অতি সম্প্রতি (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর ‘লিক্যুইডিটি প্রোফাইল সংক্রান্ত বিবরণী দাখিল প্রসঙ্গে’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, বিদ্যমান বিধি মোতাবেক আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতি মাসের শেষ কার্যদিবসের স্থিতির ভিত্তিতে প্রণীত ‘প্রজেক্টেড লিক্যুইডিটি প্রোফাইল’ বিবরণী পরবর্তী মাসের ৭ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে থাকে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, আর্থিক প্রতিষ্ঠানগুলো কর্তৃক দাখিলকৃত তারল্য বিবরণীতে কিছু অসঙ্গতি রয়েছে এবং ওই বিবরনীতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তারল্যের বাস্তবচিত্র প্রতিফলিত হচ্ছে না। পাশাপাশি সময়ের পরিক্রমায় আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন খাতে বিনিয়েগের সুবিধা বিস্তৃত হয়েছে।

বিজ্ঞাপন

এ প্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রকৃত তারল্য পরিস্থিতির সঠিক চিত্র প্রতিফলনের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর লিক্যুইডিটি প্রোফাইল সংক্রান্ত বিবরণীর ইনপুট টেম্পলেটে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন-পূর্বক পরিমার্জনের নিদ্ধান্ত নেওয়া হয়েছে – বলে সার্কুলারে বলা হয়েছে।

সারাবাংলা/আরএস

আর্থিক প্রতিষ্ঠান পরিমার্জিত নতুন ছক বাংলাদেশ ব্যাংক সার্কুলার মাসিক তারল্য বিবরণী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর