Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জামায়াত স্বাক্ষর করবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৫:৩০ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১৬:১৯

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

ঠাকুরগাঁও: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি এবং আইনি রুপ দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জামায়াতে ইসলামী স্বাক্ষর করবে না।’

বুধবার (২০ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সেক্রেটারি-সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার ছাত্রজনতার রক্তের মধ্য দিয়ে এসেছে। এখানে যদি ছাত্রদের রক্তের স্বীকৃতি না থাকে, এই সংস্কারের মধ্যে আইনের বাস্তবায়নের প্রতিশ্রুতি না থাকে এবং জুলাই সনদে আইন ভিত্তি ছাড়া জামায়াতে ইসলামী স্বাক্ষর করবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা সবার আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছি। যেকোনো সময়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। তবে, ১৯৯১ সালের মতো সকল দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে হবে। ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচন আমরা চাই না।’

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল ভোটারের ভোটের যথাযথ মূল্যায়ন সম্ভব হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, রক্তের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের ভিত্তি ছাড়া জামায়াতে ইসলামী কোনো স্বাক্ষর করবে না।’

তিনি আরও দাবি করেন, ‘ছাত্র–জনতার স্লোগানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং ছাত্রদের অধিকার রক্ষা হয়েছে। এ দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই, দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। সম্প্রীতির বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।’

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক বেলাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াত নেতা মাওলানা আব্দুল হাকিম, দেলওয়ার হোসেনসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর