Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্র নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১৮:০৭

টাঙ্গাইল শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘হাসিনাও জনগণকে ভয় পেত। তেমনি ৭১ সালে যারা এদেশে গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারাও জনগণকে ভয় পেয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে চায়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ।’

বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইল শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি ।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘সামনে গণতন্ত্র আসবে এটাই স্বাভাবিক। গণতন্ত্র নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাই ষড়যন্ত্র থেকে বিরত থেকে গণতন্ত্রের পথে হাঁটুন। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দমত সরকার গঠন করতে চায়। এদেশের জনগণ ঠিক করবে কারা দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বিগত দিনে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। দিনের ভোট রাতে করেছে। গুম, খুন হত্যা করেছে। শহিদদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্টবাদ পালিয়ে গেছে।’

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম আল মামুনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারেকুল ইসলাম ঝলক প্রমুখ। এর আগে, একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সারাবাংলা/এসডব্লিউ

গণতন্ত্র গণহত্যা বিএনপি সুলতান সালাউদ্দিন টুকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর