Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে ভেসে থাকার তিন দিন পর ১৪ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২০:০৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ২১:৪৪

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার তিন দিন পর ১৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) ভোররাতে শেষ বয়া থেকে প্রায় ৯০ কিলোমিটার গভীরে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৬ জেলে—আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)।

 

উদ্ধার জেলেরা কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

উদ্ধার জেলেরা কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

 

বুধবার (২০ আগস্ট) দুপুরে পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে সাগরে ভেসে থাকা ১৩ জেলেকে একটি ডিঙ্গি ট্রলার উদ্ধার করে। এর আগে সকালে আরেকটি ডিঙ্গি ট্রলার পায়রা বন্দরের কাছে আরও একজনকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া জেলেরা হলেন- বাদশা মাঝি (৩২), আবুল কাসেম (৪৫), নুর আলম (৩০), নুরুল হাসান (২৯), সেরাজ (৩২), ফয়সাল (২২), আনসার (৪০), আনিস (৩৫), খবির (৩৮), মোরসেদ (৩০), সাজ্জাদ (২৫), তৌহিদ (২৩) ও হেলাল (২৯)। তারা সবাই চট্টগ্রামের বাঁশখালি এলাকার বাসিন্দা।

উদ্ধারের পর জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, শনিবার বাঁশখালি থেকে ট্রলারটি মাছ ধরতে সমুদ্রে যায়। দুর্ঘটনার পর তারা প্লাস্টিকের ড্রাম ভরসা করে দুই দিন ভেসে ছিলেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ‘নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডকে জানানো হবে।’

সারাবাংলা/এসএস

উদ্ধার জেলে ট্রলার ডুবি বঙ্গোপসাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর