Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২০:২৮

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই স্থানে পাল্টাপাল্টি পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বুধবার (২০ আগস্ট) বিকেলে চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চরএলাহী ইউনিয়ন যুবদল নেতা রুবেল (২৮), স্বেচ্ছাসেবক দলের নেতা বারেক (৩০), সুমন (৩৪), খাইর বেগম (৩৮), ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমন (২৮) ও যুবদল কর্মী মাসুম (৩০)। আহতদের মধ্যে ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও চরএলাহী ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল মতিন তোতা হত্যার প্রতিবাদ এবং তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

একই স্থানে চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজ ও সাহাব উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে অপর পক্ষ কর্মসূচি ঘোষণা করে।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে বিকেলে বাজারের মধ্যে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৬ জন আহত হন।

বিএনপি নেতা ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, ‘আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ২৭ আগস্ট পরিকল্পিতভাবে কিছু বিএনপি নেতার যোগসাজশে আমার বাবাকে চরএলাহী বাজারে কুপিয়ে হত্যা করা হয়। এরপর জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুল ইসলামের যোগসাজশে আমাদের পরিবারের একাধিক সদস্যের ওপর হামলা চালানো হয়। আমার ছোট ভাই ইব্রাহীমকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানো হয়। এছাড়াও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এসব মিথ্যাচারের প্রতিবাদে চরএলাহী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা। এ সময় প্রতিপক্ষের হামলায় এক যুবদল নেতাসহ ৪ জন আহত হন।’

চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের ভাই যুবদল কর্মী মাসুম অভিযোগ করে বলেন, ‘বাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে স্কুলের সামনে তোতা চেয়ারম্যানের ছেলেদের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। এ সময় তারা ইমনকে কুপিয়ে ও আমাকে পিটিয়ে আহত করে। আমরা এই হামলার বিচার দাবি করছি।’

এই ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলেও তারা আশঙ্কা করছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

আহত কোম্পানীগঞ্জ নোয়াখালী বিএনপি সংঘর্ষ

বিজ্ঞাপন

যশোরে মশাল মিছিল
২০ আগস্ট ২০২৫ ২২:২৩

আরো

সম্পর্কিত খবর