Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন: ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি

ঢাবি করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২১:১৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ২২:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ (ডাকসু)। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। ডাকসুর মোট ২৮টি পদের জন্য ৫৯৮টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি।

বুধবার (২০ আগস্ট) মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

এদিকে ১৮টি হল সংসদের জন্যও মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। হল সংসদ নির্বাচনে ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ১ হাজার ১০৯টি। ৩১৮টি মনোনয়নপত্র জমা পড়েনি।

হলভিত্তিক মনোনয়নপত্র জমার পরিসংখ্যান— ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৭০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১টি, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, জগন্নাথ হলে ৫৯টি, ফজলুল হক মুসলিম হলে ৬৫টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮১টি, রোকেয়া হলে ৪৫টি, সূর্যসেন হলে ৭৯টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬৫টি, শামসুন নাহার হলে ৩৬টি, কবি জসীম উদ্দীন হলে ৭০টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৬৮টি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬টি, অমর একুশে হলে ৮১টি, কবি সুফিয়া কামাল হলে ৪০টি, বিজয় একাত্তর হলে ৭৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৬৭টি।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এইচআই

ডাকসু নির্বাচন মনোনয়নপত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর