সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালানো ১১ মামলার আসামি সাইফুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাইফুল ইসলাম সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার আব্দুল জলিলের ছেলে।
র্যাবের সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, সাইফুল অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলার আসামি হিসেবে সাতক্ষীরা জেলা কারাগারে আটক ছিলেন। গত বছরের ৫ আগস্ট সন্ধ্যায় তিনি গেটের তালা ভেঙে পালিয়ে যান। পরে সহচরদের নিয়ে দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারাগারে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এতে কারাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং লুটপাটের ঘটনাও ঘটে।
তিনি আরও জানান, পলাতক অবস্থায় সাইফুল বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।