Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষক দলের বিক্ষোভ: শহিদুল ইসলাম বাবুলের মুক্তি দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২১:৫৮

রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ী: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু হয়ে রেলগেট প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান ও সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী সিরাজ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। যদি দ্রুত তাকে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

এসময় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান আরিফ, শাহরিয়ার জামান রাজিব, জেলা যুব দলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবার হোসেন মনি, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টুসহ কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর