এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ডাচরা। গুরুত্বপূর্ণ তিন সদস্যকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছেন তারা।
কিছুদিন আগেই দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়েই ইউরোপিয়ান অঞ্চল থেকে পরের টি-২০ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাস ডি লেড, রুলফ ফন ডার মেরওয়া ও মাইকেল লেভিট। এই তিন ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস।
ঠিক কী কারণে তিনজনে স্কোয়াডে নেওয়া হয়নি, সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি ডাচরা। তবে ধারণা করা হচ্ছে, তিনজনেই বিশ্রামে রাখা হয়েছে। নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার স্কট এডওয়ার্ডস।
আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি হবে ৩০ আগস্ট। পরের দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।
সিরিজের সবকয়টি ম্যাচই হবে সিলেটে। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
নেদারল্যান্ডস স্কোয়াড- স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), মাক্স ও’ডাউড, বিক্রমাজিৎ সিং, আনিল নিদামানুরু, নোয়াহ ক্রোস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল, ফ্রেড ক্লাসেন।