Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসসিতে নতুন ৩ সদস্য নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ০৮:৩৬ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১১:১০

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও নতুন তিন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক এ নিয়োগের কথা জানানো হয়।

‎পিএসসির নতুন তিন সদস্য হলেন- ড. মো. মহিউদ্দিন, ড. মুহাম্মদ শাহীন চৌধুরী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) ও ড. এম আমজাদ হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক)।

জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই তিন কর্মকর্তাকে সদস্য পদে নিয়োগ করেছেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তারা সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে। একজন চেয়ারপারসন এবং কয়েকজন সদস্য সমবায়ে পাঁচ বছর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়। কমিশনের চেয়ারপারসন এবং সদস্যদের নিয়োগ দেন রাষ্ট্রপতি।

সারাবাংলা/এনএল/ইআ

নিয়োগ পিএসসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর