Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনসহ নানা ইস্যুতে আইআরআই’র সঙ্গে বিএনপির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৭:৪১

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আইআরআই’র সঙ্গে বৈঠক

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।

আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা। তার সঙ্গে ছিলেন উপপরিচালক ম্যাথিউ কার্টার ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ বিষয়গুলো নিশ্চিত করে জানান, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
তবে বৈঠক শেষে উভয় পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপির আগামীর ভাবনা কী, তা প্রতিনিধিদলের কাছে তুলে ধরা হয়েছে।’

সারাবাংলা/এফএন/এইচআই

আইআরআই বিএনপি বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর