Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সরকার অঙ্গীকারবদ্ধ’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ২০:৪৮

ইউএন উইমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পরিবেশ উপদেষ্টা

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নারীর জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে জাতিসংঘ নারী সংস্থার (ইউএন উইমেন) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘নারী নির্যাতন বন্ধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং জেন্ডার-সংবেদনশীল নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করছে। কেয়ার ইকোনমির চ্যালেঞ্জ মোকাবিলা, নারীর নেতৃত্ব বিকাশ এবং সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে উদ্যোগ জোরদার করা হচ্ছে।‘

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে সরকার ও ইউএন উইমেন যৌথভাবে নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। আলোচনায় আরও বলা হয়, সরকার, আন্তর্জাতিক সংস্থা ও সুশীল সমাজের সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, উপসচিব জেসমিন নাহার এবং ইউএন উইমেনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই

ইউএন উইমেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর