Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গ্রাম আদালতে একবছরে ২৩০০ মামলা নিষ্পত্তি

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ২০:৪০

চট্টগ্রামে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলায় গ্রাম আদালতে গত একবছরে ২ হাজার ৩০৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নগরীর প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ‘চট্টগ্রামে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক সভায় এ তথ্য দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

সভায় জানানো হয়, গত একবছরে চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে বিচারের জন্য ২ হাজার ৬২২টি মামলার আবেদন করা হয়। নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩০৫টি মামলা। এর মধ্যে ৬২১টি মামলার আবেদনকারী ছিলেন নারী। এছাড়া, একবছরে গ্রাম আদালতের মাধ্যমে ৭১ লাখ ৯৫ হাজার ৪৭৪ টাকা ক্ষতিপূরণ আদায় করে আবেদনকারীদের হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘এমপি-মন্ত্রীদের বিচার করার কোনো এখতিয়ার নেই, তাই তাদের জন্য কোনো এজলাসও নেই। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গ্রাম আদালতের মাধ্যমে বিচার করার এখতিয়ার আছে। ইউপি চেয়ারম্যান কিংবা ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে। গ্রামের বাসিন্দাদের মধ্যে ছোটখাটো বিরোধ-বিবাদ যদি গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়, তাহলে উচ্চ আদালতের ওপর যেমন চাপ কমে, গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরও বিচার পাবার পথ সুগম হয়।’

চট্টগ্রাম জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নোমান হোসেনের সভাপতিত্বে এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার ইমরান মাহমুদ ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ‘বাংলাদেশে গ্রাম আদালত প্রকল্পে’ সহায়তাকারী ইউএনডিপির প্রকল্প মূল্যায়নকারী শাহাদাত হোসেন, প্রকল্প সহযোগী ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী এবং চট্টগ্রামের প্রকল্প ব্যবস্থাপক সাজাদুল আনোয়ার ভুঁইয়া বক্তব্য দেন।

এতে চট্টগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

২৩ মামলা গ্রাম আদালত টপ নিউজ নিষ্পত্তি