Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে লড়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ২০:৪৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম কোনো ক্ষণস্থায়ী অধ্যায় নয়, বরং এটি এক চিরন্তন প্রক্রিয়া। তিনি বলেন, পনেরো বছর আগে এদেশে যে স্বৈরাচারী সরকার সৃষ্টি হয়েছিল, সেই শাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছে। আর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি সুদূর লন্ডন থেকে জনগণকে দিকনির্দেশনা দিয়ে সাহস যুগিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জন্মাষ্টমী উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. মঈন খান বলেন, ‘জন্মাষ্টমীর এই দিনটি কেবল ধর্মীয় উৎসব নয়, বরং ইতিহাসের একটি গভীর তাৎপর্য বহন করে। আমরা আজ ইতিহাসের পাতায় প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগের সেই দিনে ফিরে যাচ্ছি, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মেছিলেন অন্যায় থেকে বিশ্বকে ন্যায়ের পথে, অনাচার থেকে প্রেমের পথে, জুলুম থেকে সুশাসনের পথে এবং মিথ্যা থেকে সত্যের পথে ফিরিয়ে আনার জন্য।’

তিনি আরও বলেন, ‘শ্রীকৃষ্ণের এই কালজয়ী আদর্শ আজও প্রাসঙ্গিক। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ন্যায়, সত্য, সুশাসন ও মানবাধিকারের জন্য সংগ্রাম আবারও অপরিহার্য হয়ে উঠেছে।’ দেশের জনগণের উদ্দেশে তিনি আহ্বান জানান, ‘আপনারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখুন। দেশকে পুনরায় ন্যায়ের পথে, সত্যের পথে, সুশাসনের পথে এবং মানবাধিকারের পথে পরিচালিত করুন।’

অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের নেতাদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, জন্মাষ্টমী উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবসভ্যতার চিরন্তন সংগ্রামের প্রতীক।

সারাবাংলা/এফএন/পিটিএম

টপ নিউজ ড. আব্দুল মঈন খান বিএনপি সদস্য স্থায়ী কমিটি