Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় সীমান্তে ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১০:৫৩

আটক ৫ নারী।

পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক হওয়া পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে তাদের ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবির বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম ও ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের কমান্ডার আরভিন্দ পাঠানিয়াসহ বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

যাদের ফেরত দেওয়া হয়েছে তারা হলেন- সাতক্ষীরার কলারোয়া এলাকার জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), নওগাঁর বদলগাছি এলাকার শিরিনা পারভীন (৩২) ও আমিনা আক্তার (৪০) ও বাগেরহাট মোড়লগঞ্জ এলাকার লাবলী আক্তার (৩০)।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, তারা এক বছর ধরে ভারতের গুজরাটে বাসা বাড়ি ও পার্লারে কাজ করতেন। ৪/৫ দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিলিগুড়িতে নিয়ে আসেন। সেখানে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ পাতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে তুলে দেয়। বিজিবি তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম জানান, পাঁচজনকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে সাধারণ ডায়েরির মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর