ওয়ানডে অভিষেক হয়েছে অল্প কিছুদিন আগে। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। এবার নিজের চতুর্থ ম্যাচে এসে ম্যাথু ব্রিটজকে এমন এক কীর্তি গড়লেন, যা ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে আগে হয়নি। ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই হাফ সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন এই প্রোটিয়া ব্যাটার।
এই বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল ব্রিটজকের। সেই ম্যাচে খেলেন ১৪৮ বলে ১৫০ রানের দারুণ এক ইনিংস। অভিষেকে ওপেনিংয়ে নেমেই তিনি ভেঙে দেন ক্যারিবিয়ান কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের ৪৭ বছরের পুরোনো রেকর্ড, যিনি অভিষেকে করেছিলেন ১৪৮ রান।
নিজের দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে নেমেও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন ব্রিটজকে। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে করেছিলেন ৮৪ বলে ৮৩ রান।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি ব্রিটজকের। পরের ওয়ানডে খেলতে তাকে অপেক্ষা করতে হয় পাঁচ মাস। অস্ট্রেলিয়ায় চলতি সিরিজে প্রথম ওয়ানডেতে নামেন চার নম্বরে, সেবারও হাঁকিয়েছেন ফিফটি। এই ম্যাচে তিনি করেন ৫৬ বলে ৫৭ রান।
সেই ম্যাচেই প্রথম তিন ইনিংসে ২৯০ রান করে তিনি ছাড়িয়ে যান ইংল্যান্ডের সাবেক ওপেনার নিক নাইটকে, যিনি প্রথম তিন ম্যাচে করেছিলেন ২৬৪ রান।
আজ অজিদের বিপক্ষে ব্রিটজকে করেছেন ৭৮ বলে ৮৮ রান। আর এই হাফ সেঞ্চুরির মধ্য দিয়েই ইতিহাস গড়েছেন তিনি। ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে নিজেদের প্রথম চার ম্যাচে ফিফটি করার রেকর্ড গড়লেন ব্রিটজকে।