Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ
ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্নে ধাক্কা খেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৫ ১৭:১২

ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

ভুটানকে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা দারুণভাবেই করেছিলেন তারা। অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল বাংলাদেশ। শক্তিশালী ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা স্বপ্নে ধাক্কা খেল বাংলাদেশের মেয়েরা।

থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাসের কোনো কমতি ছিল না।

ম্যাচের শুরু থেকেই ছিল ভারতের দাপট। ১৪ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ভারতের ফার্নান্দেজ। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া বাংলাদেশ তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। উলটো ৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করেন তারা।

বিজ্ঞাপন

সুলাইয়ের দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারত। শেষ পর্যন্ত ম্যাচে আর ফেরা হয়নি বাংলাদেশের। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

নিজেদের তৃতীয় ম্যাচে ২৪ আগস্ট নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। গ্রুপ পর্বে আরও লড়াই করছে ভুটান ও নেপাল।

নিজেদের মধ্যে দুইবার করে মাঠে নামবে চারটি দল। গ্রুপের শীর্ষে থাকা দলের হাতেই উঠবে শিরোপা।

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-১৭ নারী সাফ বাংলাদেশ-ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর