নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন— একই গ্রামের খাদিমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও খাদিমুলের ছোট ভাই মৃত শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭)।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমেছিল তারা। গভীর পানিতে ডুবে গেলে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ক্যানেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহারাওয়ার্দি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।