Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৭:৫৭

নিহত খায়রুল ইসলাম

বেনাপোল: যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। শুক্রবার দুপুর আড়াইটার দিকে শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রিজের নিচে মরদেহ ভাসতে দেখা যায়। পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

তারা আরও জানান, খায়রুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

বিজ্ঞাপন

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন
১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:২৫

আরো

সম্পর্কিত খবর