Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কওমি সনদের স্বীকৃতির দাবিতে ইসলামী ছাত্রসমাজের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৮:১৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ১৯:৪১

ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগরের আয়োজিত বিক্ষোভ কর্মসূচি।

ঢাকা: কওমি মাদরাসার সনদের যথাযথ স্বীকৃতি ও কার্যকর করার দাবিসহ তিনটি দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ।

শুক্রবার (২২ আগস্ট) বায়তুল মোকাররমের মসজিদের সামনে ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদ, সহসভাপতি তারিকুল ইসলাম, সংগঠন সচিব ওয়ালিউল্লাহ আরজুসহ ঢাকা মহানগর শাখার অন্যান্য নেতাকর্মীরা।

তারিকুল ইসলাম বলেন, আজ আমরা তিনটি দাবি নিয়ে এসেছি, প্রথম দাবিটি হলো, আমাদের কওমী মাদরাসার যে সনদ আছে সেটিকে যথাযথ স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় দাবি হলো, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন স্থগিত করতে হবে। তৃতীয় দাবিটি হলো, মুহাম্মাদ সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এলজিবিটি তথা সমকামিতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

অন্য নেতারা বলেন, আমাদের কওমি মাদরাসার সনদ নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করা হচ্ছে। আমরা চাই, অন্তর্বর্তী সরকার থাকতে থাকতেই আমাদের সনদের কার্যকারিতা নিশ্চিত করবে তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর