কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে নুর মোহাম্মদ (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নুর মোহাম্মদ উলিপুর উপজেলার কামালখামার এলাকার জহুরুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০-২৫ জন গরু ব্যবসায়ীকে নিয়ে একটি নৌকা কাজিয়ার চর এলাকায় পৌঁছালে নুর মোহাম্মদ নৌকার ধারে বসে প্রস্রাব করছিলেন। এ সময় তিনি নদীতে পড়ে যান। এরপর থেকে তার খোঁজ মেলেনি।
তার চাচা ও ব্যবসায়িক অংশীদার মশিউর রহমান বলেন, ‘তারা কয়েকজন ব্যবসায়ী মিলে গরু কেনার জন্য খেওয়ার চর হাটে যাচ্ছিলেন। তার ব্যবসায়ী অংশিদাররা তার কাছে গরু কেনার দুই লাখ ৭০ হাজার টাকা জমা দেন। এ ছাড়াও তার সঙ্গে নিজের কিছু টাকা ছিল। কিন্তু প্রস্রাব করতে বসে নৌকা থেকে সে পড়ে যায়। আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় খোঁজাখুঁজি চালাচ্ছি, কিন্তু এখনো সন্ধান মেলেনি।’
নামাজের চর তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির স্টেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টা করেও ব্যর্থ হয়। বর্তমানে ব্রহ্মপুত্র নদ খরস্রোত। আর যেখানে ঘটনা ঘটেছে এর গভীরতা অন্তত ২০ ফুট। ফলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’