Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৯:২২ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ২২:০৭

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার। ছবি: সংগৃহীত

ঢাকা: মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া ও মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান বলেন, ‘বিকেলে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে একজন বয়স্ক ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ পুলিশ। রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির সঙ্গে তার মিল রয়েছে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিএমপির বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘মেঘনা নদীতে একটা মরদেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি কনফার্ম হয়েছি। তার পরিবার গেলে শনাক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। তবে তিনি আর বাসায় ফেরেননি এবং অফিসেও যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও কোনো সন্ধান মেলেনি।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন চাকরি করতেন ‘দৈনিক আজকের পত্রিকা’য়। এর বাইরে বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন।

সারাবাংলা/এমএইচ/এইচআই

বিভুরঞ্জন সরকার মরদেহ সিনিয়র সাংবাদিক