ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো ‘জুলাই সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া নিয়ে মতামত জানানোর শেষ দিন ছিল শুক্রবার। তবে সময়সীমা শেষ হলেও এখনো সাতটি রাজনৈতিক দল কমিশনে তাদের মতামত জমা দেয়নি।
শুক্রবার (২২ আগস্ট) কমিশনের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানায়।
কমিশন জানায়, যেসব দল এখনো মতামত জমা দেয়নি সেগুলো হলো— নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।
এর আগে রাজনৈতিক দলগুলোর অনুরোধে মতামত দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় গত বুধবার বিএনপি তাদের মতামত জমা দেয়। এরপর বৃহস্পতিবার জামায়াতে ইসলামী, জেএসডি, খেলাফত মজলিস ও মার্ক্সবাদী বাসদসহ মোট ১১টি দল মতামত জমা দিয়েছে।
উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠায় এবং ২০ আগস্টের মধ্যে মতামত দেওয়ার জন্য আহ্বান জানায়।
যে দলগুলো মতামত জমা দেয়নি সে বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত জানানো হয়নি ঐক্যমত্য কমিশন থেকে।