Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৫ ২৩:২৪

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সিস্তান ও বালুচেস্তান প্রদেশের ইরানশাহরে সন্ত্রাসী হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এই হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাসীরা খাশ-ইরানশাহর সড়কে দুটি পুলিশ টহল দলের ওপর সশস্ত্র হামলা চালালে পাঁচজন কর্মকর্তা নিহত হন। ইরানশাহর শহরের উপকণ্ঠে চেকপোস্টে টহলের সময় এই হামলা চালানো হয়। হামলাকারীরা হত্যাকাণ্ড ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দেশটির সরকারি সংবাদমাধ্যম অনুযায়ী, এই সন্ত্রাসী হামলার দোষীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী সংস্থা অভিযান শুরু করেছে।

বিজ্ঞাপন

ইরানশাহর শহরটি সিস্তান ও বালুচেস্তান প্রদেশের রাজধানী জাহেদানের থেকে ৩৩৭ কিলোমিটার দূরে অবস্থিত।

সারাবাংলা/এইচআই

ইরান নিহত সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর