Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিএল ২০২৫
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, দল হারল বিশাল ব্যবধানে

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৫ ১০:২১

আবারও ব্যাটে-বলে ব্যর্থ সাকিব

আগের ম্যাচেই দারুণ এক জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিলেন তারা। উড়তে থাকা সাকিব আল হাসানের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসকে মাটিতে নামিয়ে আনল গায়ানা অ্যামাজনস। ব্যাটে-বলে আজও ব্যর্থ ছিলেন সাকিব। অ্যান্টিগাও হেরেছে ৮৩ রানের বিশাল ব্যবধানে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল গায়ানা। বোলিংয়ে নেমে আজ মাত্র ২ ওভার করতে পেরেছেন সাকিব। ৮ম ওভারে বোলিং এসে প্রথম ওভারে সাকিব দিয়েছেন ৬ রান। দ্বিতীয় ওভারে সাকিব দিয়েছেন ১২ রান। দুই ওভারে ১৬ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি সাকিব।

শাই হোপের ৫৪ বলে ৮২ ও শিমরন হেটমায়ারের ২৬ বল ৬৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২১১ রানের বড় পুঁজি পায় গায়ানা।

বিজ্ঞাপন

গায়ানার দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় অ্যান্টিগা। ৫ম নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব। শুরুতে একটি ছক্কা মেরে আশার আলো দেখালেও ইনিংসটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৭ বলে ৮ রান করে ইমরান তাহিরের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরেছেন সাকিব। আগামী ২৪ আগস্ট নিজেদের পরের ম্যাচে সেন্ট কিটসের মুখোমুখি হবে অ্যান্টিগা।

সারাবাংলা/এফএম

সাকিব আল হাসান সিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর