Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার শেষ না হলে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৩:০০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৬:১৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ বিচার চলাকালীন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতিবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না।

এদিকে সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক তর্কবিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন সিইসি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বর্তমান সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি। যদি চাপ দেয়, আমি পদত্যাগ করব, চেয়ারে থাকব না।

সিইসি জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে, রমজানের আগে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কাজ চলছে। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে এবং ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশন। এ ছাড়া নির্বাচনি সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার (২৪ আগস্ট) থেকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করে অনিয়ম করেছে, তাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে না। ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল ঘোষণা করা হবে। যারা অস্ত্রের ব্যবহার করে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করবেন, তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫ হাজার ৭০০ কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যারা পূর্ব নির্বাচনে অনিয়ম করেছে, তাদের রাখা হবে না বলেও জানান সিইসি।

পরে প্রধান নির্বাচন কমিশনার সভায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন বিষয়ে নানা দিকনির্দেশনা দেন।

সারাবাংলা/এনএল/ইআ

আওয়ামী লীগ এ এম এম নাসির উদ্দিন জাতীয় নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর