ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ইস্যুতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে আমার বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। দায়িত্ব ছেড়ে দিব এমন কথা বলিনি। কোথাও বাধা আসলে তখন সেটি সবাইকে অবগত করা হবে। অর্থাৎ আপডেট দেওয়া হবে।
তিনি বলেন, ‘এটা পবিত্র আমানত, যতদূর পারি সবাইকে সঙ্গে নিয়ে করব। এখন পর্যন্ত সবাই সহযোগিতা করছে।’
শনিবার (২৩ আগস্ট) সকালে টিএসসি অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একটি আলোচনায় তিনি নির্ধারিত বক্তব্যে উপাচার্য ডাকসু নিয়ে কিছু বলেননি। প্রোগ্রাম শেষে উপস্থিত সাংবাদিকরা আলাদা করে ডাকসুর বিষয়ে কথা বলতে অনুরোধ করলে তিনি ডাকসুর পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ছাত্রসংগঠনগুলোর সহযোগিতা নিয়ে সন্তোষ জানান।
বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ডে বলা হচ্ছে, ‘বাধাগ্রস্ত হলে উপাচার্য দায়িত্ব ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’ এটা পুরোপুরি ‘মিসলিডিং’ বলে জানান উপাচার্য।
উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘ডাকসুর আয়োজন যেকোনো বিবেচনায় চ্যালেঞ্জিং। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, সবার জন্য ভালো পরিবেশ তৈরি করে এগিয়ে যেতে। প্রতিনিয়ত কাজ করছি। সমস্যা সমাধানে প্রতিনিয়ত কাজ করছি। কনসার্নগুলো নিয়ে কাজ করেছি। নিখুঁত পরিবেশ আপেক্ষিক একটি বিষয়। নয় দশ মাস ধরে সবার সঙ্গে আলোচনা করে মাঠে নেমেছি।’
তিনি আরও বলেন, ‘ছাত্রসংগঠনগুলোর আচরণে আমরা আশাবাদী। অনেক মতভেদ মতানৈক্য সত্ত্বেও তারা ডাকসুতে অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আমেজ ছড়িয়ে পড়েছে- এটা আশাব্যঞ্জক। এই আয়োজনে যতক্ষণ আমার হাত ধরবেন ততক্ষণ আমি মাঠে থাকবো। আমার হাত ছেড়ে দিলে আমি পরিষ্কার সবাইকে বলে দেবো কোথায় বাধাগ্রস্ত হচ্ছি।’