Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৯:০৪

টিভি ও অনলাইনে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

দেশের মাটিতে আগের সিরিজেও সম্প্রচার সত্ত্ব নিয়ে বেশ ভুগতে হয়েছিল বাংলাদেশকে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে কী হবে, সে নিয়েই ছিল আলোচনা। শেষ পর্যন্ত শঙ্কা কেটেছে। জানা গেছে, বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-২০ সিরিজ দেখা যাবে টিভি ও অনলাইনে।

এশিয়া কাপের আগে সিলেটের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এশিয়া কাপে প্রস্তুতি হিসেবেই ডাচদের বিপক্ষে খেলবে লিটন দাসের দল।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ টিভিতে দেখাবে টি-স্পোর্টস। এছাড়াও অনলাইনে সিরিজটি দেখা যাবে টি-স্পোর্টস অ্যাপস ও টি-স্পোর্টসের ওয়েবসাইটে।

আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের এই টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর, একই ভেন্যুতে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও নেদারল্যান্ডস এখন পর্যন্ত ৫ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৪ বার, নেদারল্যান্ডস জয় পেয়েছে একটি ম্যাচে।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর